রওশনের প্রতি এরশাদের উদারতা নাকি দায়সারা

জাতীয় পার্টির ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল আগামী ১৬ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ কো-চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বায়ক ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে ১৭১ সদস্য বিশিষ্ট্য কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেছেন।

ইদানীং পার্টির বৈঠকে হাজির না না হলেও বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকেও প্রস্তুতি কমিটিতে রাখা হয়েছে।

গত ১৭ জানুয়ারি রংপুরে এক সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা করেন এরশাদ। একদিন পরই আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলুসহ পার্টির একাংশ রওশন এরশাদের সঙ্গে তার বাসায় দফায় দফায় বৈঠক করেন। ওইদিন রাতেই রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ঘোষণা করেন তারা। পরদিন রংপুর থেকে ফিরে সংবাদ সম্মেলন করে এরশাদ জিএম কাদেরকে কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির নতুন মহাসচিব ঘোষণা করেন। এরপর ডাকা হয়, পার্টির প্রেসিডিয়াম সভা। সভায় প্রেসিডিয়াম সদস্যের মধ্যে মাত্র ২৪ জন উপস্থিত ছিলেন। রওশন এরশাদ ও তার অনুসারীরা সভায় আসেননি। সবশেষ গত সোমবার জাতীয় পার্টির তৃণমূল নেতাদের সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায়ও রওশন এরশাদসহ তার অনুসারীরা অংশ নেননি।

এই প্রসঙ্গে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সোলায়মান আলম শেঠ বলেন, ‘স্যার যেটা ভালো মনে করেছেন, সেটাই করে থাকেন। আমরা একটি গণতান্ত্রিক দল। স্যার ওনাদেরকে সম্মান করেই, সম্মেলন প্রস্ততি কমিটিতে রেখেছেন। এখন ওনারা স্যারের কতটুকু সম্মান রাখে, সেটাই দেখার বিষয়। সম্মেলনের এখন অনেক দিন বাকি আছে। আমরা আশা করি ওনারা আমাদের পাশে থাকবেন।’

এ ব্যাপারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব পার্টির মঙ্গলকামনা করেই তাদেরকে এই কমিটিতে রেখেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

রওশনন্থিরাতো পার্টির কো-চেয়ারম্যান ঘোষণার পর থেকে কোনো সভায় যোগ দিচ্ছে না, তারপরও তাদেরকে কমিটিতে রাখা হয়েছে এই প্রশ্ন করলে সোহেল রানা বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। আশার করি ওনারা আমাদের সঙ্গে থাকবেন। তাছাড়া পরবর্তীতে যাতে কেউ বলতে না পারে, যে আমাদেরতো সম্মেলন প্রস্তুতি কমিটি রাখা হয়নি। এসব বিষয় চিন্তা করেই হয়তো ওনাদেরকে রাখা হয়েছে বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি।’

এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব ও সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব রুহুল আমিন হাওলাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংসদ অধিবেশনে আছেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী জসিম উদ্দিন।

জাতীয় পার্টির ১৭১ সদস্য বিশিষ্ট্য কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক হলেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, সদস্য সচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। কমিটি সদস্যরা হলেন- বেগম রওশন এরশাদ এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ সাত্তার, মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব দুলাল, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, গোলাম কিবরিয়া টিপু, কাজী ফিরোজ রশীদ এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী, মশিউর রহমান রাঙ্গা এমপি, ফকরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, একেএম মাঈদুল ইসলাম এমপি, মাসুদ পারভেজ ( সোহেল রানা), হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান (ঢাকা), তাজ রহমান, এ্যাড. মহসিন রশীদ, সোলায়মান আলম শেঠ, আ. ন. ম শাহজাহান, অধ্যাক্ষা রওশন আরা মান্নান এমপি, রিন্টু আনোয়ার, সিরাজুল ইসলাম চৌধুরী, ক্কারী মো. হাবিব উল্লাহ বেলালী, মেরিনা রহমান এমপি, সৈয়দ দিদার বখত, শামীম হায়দার পাটোয়ারী, একেএম মোস্তাফিজুর রহমান এমপি, নাসরিন জাহান রতনা এমপি, আব্দুর রশিদ সরকার, আবদুর রাজ্জাক খান, এটিএম গোলাম মাওলা চৌধুরী, মোরশেদ মুরাদ ইব্রাহিম, মো. নুরুল আমিন শানু, আলহাজ আবদুস সাত্তার মিয়া, এম এ তালহা, অ্যাড. জিয়াউল হক মৃধা এমপি, মাহ জাবীন মোরশেদ এমপি, মোঃ নুরুল ইসলাম মিলন এমপি, শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, মিসেস শেরীফা কাদের, সালা উদ্দিন আহমেদ, এইচ এম এন শফিকুর রহমান, অ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, হাজী আবু বকর, জহিরুল ইসলাম জহির, মো. আরিফুর রহমান খান, সেলিম উদ্দিন এমপি, আলমগীর সিকদার লোটন, লিয়াকত হোসেন খোকা এমপি, গোলাম মোহাম্মদ রাজু, দেওয়ান আলী, ব্যারিষ্টার দিলারা খন্দকার, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, আসিফ শাহারিয়ার, অধ্যাপক মহসিন ইসলাম হাবুল, শফিউল্লাহ শফি, দিদারুল আলম দিদার, আমানত হোসেন আমানত, আলহাজ্ব সফিকুল ইসলাম সেন্টু, মোস্তাকুর রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, সরদার শাহজাহান, এমরান হোসেন মিয়া, মোঃ জহিরুর আলম রুবেল, সুলতান আহমেদ সেলিম, মো. রফিকুল ইসলাম, আশরাফ সিদ্দিকী, শাহ-ই আজম, মেজর খালেদ আখতার (অব.), মোঃ বেলাল হোসেন, সুলতান মাহমুদ, মোস্তাফিজুর রহমান নাঈম, মনিরুল ইসলাম মিলন, আমিনুল ইসলাম ঝন্টু, মো. জাহাঙ্গীর হোসেন, কাজী মামুনুর রহমান, নাজমা আখতার, আমিরউদ্দিন আহমেদ ডালু, ইসহাক ভূঁইয়া, আব্দুল হামিদ ভাসানী, এ্যাডঃ মো. নুরুল ইসলাম তালুকদার এমপি, জাহাঙ্গীর হোসেন মানিক, নুরুল ইসলাম ওমর এমপি, নাসির শিকদার, আবু সৈয়দ, মো. শফিকুল ইসলাম শফিক, মো. হুমায়ুন খান, মো. শামসুল হক, এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, মোঃ জসিমউদ্দিন ভূঁইয়া, তরুণ বসু, জাকির হোসেন মিলন, মো. হারুন অর রশিদ, হাজী মো. তুহিনুর রহমান নুরু, মোবারক হোসেন আজাদ, আনিস উর রহমান খোকন, চৌধুরী গোলাম আহমেদ মিলু, অ্যাড. লাকী বেগম, আবু সাঈদ স্বপন, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মোঃ নোমান মিয়া, জাফর ইকবাল সিদ্দিকী, আহাদ ইউ চৌধুরী, এ্যাডঃ ফরিদ উদ্দিন আহমেদ, এ্যাডঃ অশোক কুমার ঘোষ, মোঃ খোরশেদ আলম খুশু, অ্যাডঃ মো. জহুরুল হক জহির, মো. রেজাউল করিম, খোরশেদ আরা হক এমপি, ইঞ্জিনিয়ার এম এ সাত্তার, প্রফেসর গোলাম মোস্তফা, ক্য শৈ অং (মি. অং), মৌলভী মোহাম্মদ ইলিয়াছ এমপি, মোঃ মশিউর রহমান খান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. আলমগীর মিয়া, মো. আক্তারুজ্জামান খান, ফখরুল ইসলাম ভূঁইয়া লিটন, শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, মনোয়ারা তাহের মানু, এ্যাডঃ খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, সাহদাত কবির চৌধুরী, সমীর গুপ্ত, আলহাজ্ব মো. শওকত চৌধুরী এমপি, খান মো. ইসরাফিল খোকন, মো. শাহজাহান কবির, মো. ইয়াকুব আলী, মো. দেলোয়ার হোসেন খান মিলন, মো. নিজাম উদ্দিন সরকার, ডা. সেলিমা খান, সালাউদ্দিন আহমেদ মুক্তি এমপি, মাহ্মুদা রহমান মুন্নি, মো. হামিদ হাসান, কামরুল হুদা কাজল, মোঃ মফিজুর রহমান, মোঃ হাফিজ উদ্দিন মাস্টার, সোমনাথ দে, আলহাজ্ব ছালাহ উদ্দিন খোকা মোল্লা, আলহাজ্ব এমজি মোস্তফা, হেলাল উদ্দিন হেলাল, আব্দুস সাত্তার গালিব, বাবু নির্মল দাশ, সুমন আশরাফ, অনন্যা হোসেন মৌসুমী, আশরাফুজ্জামান আশরাফ, সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান, মো. মিজানুর রহমান মিরু, নাজমুল হাসান, মাওলানা খন্দকার শফি উদ্দিন, আজহারুল ইসলাম, মো. আশরাফুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, মো. নিজাম উদ্দিন, মো. জয়নাল আবেদীন, জাফর উল্লা আজাদ, নাজিম আহমেদ চিশতী।বাংলামেইল



মন্তব্য চালু নেই