রক্ত গড়িয়ে পড়লে কি রোজা ভেঙে যায়?

প্রশ্ন : রোজা রেখে যদি শরীরের কোনো অংশ কেটে রক্ত গড়ায়ে পড়ে, তাহলে কি রোজা ভেঙে যায়?

উত্তর : এই ভাই যে রক্তক্ষরণের কথা উল্লেখ করেছেন, এ বিষয় নিয়ে বিভিন্ন আলেমের মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। রক্তক্ষরণের কারণে কেউ কেউ বলেছেন, রক্তক্ষরণের কারণে সিয়াম নষ্ট হয় এবং তাঁরা এ বক্তব্যটুকু নিয়েছেন মূলত কাপিং বা সিঙ্গা বা চুষে নেওয়া হয়, সে ক্ষেত্রে তাঁরা অনুমান করে হুকুম করেছেন সিয়াম নষ্ট হয়। হজরত মুহাম্মদ (সা.)-এর সুস্পষ্ট বক্তব্য বা হাদিসের মাধ্যমে এভাবে আসেনি; বরং বক্তব্য যেটা, সেটা হচ্ছে কোনো কারণে রক্ত বের হয় বা ক্ষত বা আহত হয়, সে ক্ষেত্রে তাঁর সিয়াম নষ্ট হবে না; বরং তিনি সিয়াম কন্টিনিউ করতে পারবেন।



মন্তব্য চালু নেই