রমজানকে সামনে রেখে কমদামে পণ্য বিক্রি শুরু ১৫ মে

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)রমজান উপলক্ষ্যে আগামী ১৫ মে থেকে ঢাকাসহ সারা দেশে ডিলারদের মাধ্যমে ট্রাকে করে কম দামে পণ্য বিক্রি শুরু করবে। রমজান উপলক্ষে রবিবার সচিবালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া এ তথ্য জানান।

টিসিবি এবার মসুর ডাল, চিনি, ছোলা, ভোজ্যতেল ও খেজুর বিক্রি করবে। সংস্থাটির মোট ডিলার সংখ্যা এবার ২ হাজার ৮১১ জন।

টিসিবি’র চেয়ারম্যান বলেন, ‘আগামী ২৭ মে (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে রোজা শুরু হবে। আমরা আশা করছি ১৫ মে থেকে আমরা মার্কেটিং শুরু করবো। এ বছরও আমাদের মোট ২ হাজার ৮১১ জন ডিলার থাকবে। সারা দেশে সর্বমোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে থাকবে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে এবং অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে।’

সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘এবার টিসিবি সম্পূর্ণ তৈয়ার আছে। আমরা ডাল ও ছোলা অস্ট্রেলিয়া থেকে এনেছি। টিসিবিতে কয়েক কোটি টাকা ভর্তুকি হিসাবে যাবে।’

রমজান এলে সাধারণত বাজারে নিত্যপণ্যের দাম দাম বেড়ে যায়। তখন টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার।



মন্তব্য চালু নেই