রমজানের শুরুতে বৈরি আবহাওয়া নানাবিধ রোগের প্রাদুর্ভাব

রমজানের শুরুতে বৈরি আবওয়ার কারণে নানাবিধ রোগের প্রাদুভাব দেখা দিয়েছে। বিশেষ করে চরাঞ্চলের বিশুদ্ধ পানিও জলের অভাবে পানি বাহিত রোগ লক্ষ করা গেছে।

শুক্রবার সকাল থেকে অস্বাভাবিক তাপমাত্রা, ভ্যাফসা গরম, প্রচন্ড তাপদহে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। যার কারণে সর্দি, জ্বর, মাথ্যা ব্যথা, হাসি-কাশি, ডায়েরিয়া, পেটের পিড়া, গ্যাস্টিক, আলচার, চর্ম রোগ, আমাশয়সহ নানাবিধ রোগ ব্যধি দেখা দিয়েছে। যার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিক ও পল্লী চিকিৎসকদের ফামিসিতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

চরাঞ্চলে বিশুদ্ধ পানির অভাবে নানাবিধ পানিবাহিত রোগ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাকিব মিয়া জানান, বৈরি আবওয়া এবং ভেফসা গরমের কারণে এ সব রোগ ব্যাধি দেখা দিয়েছে। আবওয়া পরিবর্তন হলে এমনিতে সেরে যাবে।



মন্তব্য চালু নেই