রমজানে ১৭৪ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র রমজানে দ্রব্যমূল্য ক্রেতাসাধারণের নাগালের মধ্যে রাখতে সারাদেশে ১৭৪টি ট্রাকে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১৭৪টি ট্রাকের মধ্যে ঢাকায় থাকবে ২৫টি, চট্টগ্রামে ১০টি। এছাড়া অন্য বিভাগীয় শহরগুলোতে পাঁচটি করে ট্রাক থাকবে। আর বিভাগীয় শহর বাদে বাকি ৫৭ জেলার প্রতিটিতে দুটি করে ট্রাক থাকবে। খবর ইউএনবির।

টিসিবির কর্মকর্তারা জানান, এই ট্রাকগুলোর মাধ্যমে টিসিবি ন্যায্যমূল্যে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল ও খেজুর বিক্রি করবে। এ কার্যক্রমে অংশ নেবে টিসিবির কর্মী অথবা সংস্থাটির নিয়োগকৃত ডিলাররা।

তবে রমজানে বিক্রির জন্য পণ্যগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, আগামী ৭/৮ জুন শুরু হচ্ছে পবিত্র রমজান। এবার রমজানে দ্রব্যমূল্য বাড়বে না এবং কোনো পণ্যের সংকট হবে না বলে বারবার সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে। রমজানে বাজার স্থিতিশীল রাখতেই টিসিবি এই উদ্যোগ নিয়েছে।



মন্তব্য চালু নেই