রমজান মাসে বাড়বে নিত্যপণ্যের দাম : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রমজানে ক্রেতা বিক্রেতাদের আর্থিক লে‌ন‌দে‌নের নিরাপত্তা দি‌তে শপিংমল এলাকার আশপাশে ব্যাংকের শাখা রাত পর্যন্ত খোলা রাখা হ‌বে। তবে প্যাকেজ ভ্যাট বাড়ানোর কারণে রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়বে।’

শনিবার (০৪ জুন) ম‌তি‌ঝি‌ল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে “রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা ব‌লেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিসিসিআই এ সভার আ‌য়ো‌জন ক‌রে।

কামাল ব‌লেন, ‌‘শিগ‌গিরই স্বরাষ্ট্রমন্ত্রণালয় থে‌কে এ বিষ‌য়ে সার্কুলার দেয়া হ‌বে। এছাড়াও নগদ অর্থ বহ‌নে যে‌কো‌নো ব্যক্তি সি‌টি‌ পু‌লিশের সহ‌যো‌গিতা নি‌তে পার‌বে।’

ব্যবসা‌য়ী‌দের কাছ থে‌কে বেআইনিভাবে চাঁদা নেয়া হ‌চ্ছে- এমন অভি‌যো‌গের প্রে‌ক্ষি‌তে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘এখন চাঁদাবা‌জি অনেক ক‌মে গে‌ছে। এছাড়া যেসব স্থানে চাঁদাবা‌জি হ‌চ্ছে সেসব জায়গা গোয়েন্দা নজরদারিতে রাখা হ‌য়ে‌ছে। কো‌নো রাজ‌নৈ‌তিক চাঁদাবা‌জকে কোনোরকম প্রশ্রয় দেয়া হ‌বে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘রমজা‌নে গ্রা‌মের বা‌ড়ি যাওয়া‌কে কেন্দ্র ক‌রে প‌রিবহনে চাপ বে‌ড়ে যায়। তাই নিরাপত্তায় কিছুটা হিম‌শিম খে‌তে হয়। কিন্ত এবার সব ধর‌নের নিরাপত্তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ ‌থে‌কে দেয়া হ‌বে।’

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন ক‌রেন ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের অধ্যাপক ও অপরাধতত্ত্ব বিভা‌গের চেয়ারম্যান ড. মো. জিয়াউর রহমান।

এদিকে ব্যবসায়ীরা রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার জন্য অর্থমন্ত্রীকেই দায়ী করে জানান, এবারের প্রস্তাবিত বাজেটে নতুন ভ্যাট আইন কার্যকর না করে প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি করা হয়েছে। কিন্তু প্যাকেজ ভ্যাট বহাল থাকলেও ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। এ কারণে রমজানে পণ্যের দাম বাড়ার সম্ভাবনা আছে।

এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব বলেন, ‘নতুন ভ্যাট আইন ২০১৭ সালে কার্যকর করার কথা বলা হয়েছে। অথচ সদ্য বাজেটে প্যাকেজ ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দিয়ে নতুন ভ্যাট আইনের ৮০ শতাংশ কার্যকর হয়েছে। প্যাকেজ ভ্যাটের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। এ কারণেই দ্রব্যমূল্যের দাম বাড়বে।’

ডিসিসিআই‌ সভাপতি হোসেন খালেদের সভাপ‌তি‌ত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআই সহ-সভাপতি হুমায়ুন রশিদ।



মন্তব্য চালু নেই