রমিজের ব্যাপারে মুখ খুললেন তামিম

বিতর্কিত ধারাভাষ্যকার রমিজ রাজার সেই বিব্রতকর আচরণ নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। তামিমের দাবি, তিনি ওই সময় তাৎক্ষণিকভাবে বিষয়টি ধরতে পারেননি।

বাংলাদেশকে হেয় করার জন্য এটা বলা হয়েছে কি না তাও তিনি বলতে পারবেন বলে জানিয়েছেন দেশের একটি দৈনিকের সঙ্গে আলাপকালে, ‘আমি এটাও বলতে পারব না কাজটা আমাদের হেয় করার জন্য ইচ্ছে করে করা হয়েছে কি না…উনি (রমিজ) কেন এটা করলেন জানি না।’

পিএসএলের দ্বিতীয় ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাক্ষাৎকারের জন্য তামিমকে ডেকে রমিজ রাজা বলেন ‘তামিম, আমি তো আপনার ভাষা জানি না। ইংরেজি চলবে তো, নাকি…?’

এসব ব্যাপারে ক্রিকেটাররা সাধারণত বিতর্ক এড়াতে চান। তামিমও তাই কৌশলী উত্তরে বলেছেন ইচ্ছে করে করে থাকলে তা ঠিক হয়নি, ‘ইচ্ছে করে করে থাকলে অবশ্যই তা ঠিক হয়নি। তবে কোনো উদ্দেশ্য নিয়ে না করে থাকলে অন্য ব্যাপার।’

রমিজের ‘উদ্দেশ্য’ যে আছে, সেটা তামিমের না বোঝার কথা নয়। কেননা তামিম সেদিন প্রথম আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলতে নামেননি। রমিজের কাছে তিনি অপরিচিতও নন। এমনকি ম্যাচের একদিন আগেও সাইড লাইনে বসে পিএসএল সম্পর্কে ইংরেজিতে নিজের মতামত দিয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। তখনও ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন ওই রমিজ।

রমিজ তার আগের দিন সাকিবকে নিয়েও বিব্রতকর আচরণ করেন। সাকিবকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করার পরিবর্তে সিমন্সের নাম বলেন!

‘ইংরেজি চলবে তো, নাকি…?’ বলার পর রমিজ এমনভাবে থেমেছিলেন, অনেকের মনে হয়েছে, রমিজ তামিমকে উর্দুতে বলারই নীরব প্রস্তাব দিয়েছিলেন। তবে তামিম মাথা নেড়ে জানান ইংরেজিতেই বলবেন।



মন্তব্য চালু নেই