রাক্ষসকন্যা ‘কামিনী’ যখন মৌসুমী হামিদ

প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। দর্শকদের সামনে ভিন্ন ভিন্ন সব চরিত্র নিয়ে হাজির হচ্ছেন। কখনো শতবছরের বৃদ্ধা আবার কখনো বোবা মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে প্রশংসিত হয়েছে। এবার আরেকবার চমক নিয়ে আসছেন তিনি।

আপাদমস্তক রাক্ষসকন্যা রূপে হাজির হচ্ছেন ছোটপর্দায়। নায়িকার কোমল মুখের বদলে দর্শকরা এবার দেখবে তীর ধনুক হাতে হিংস্র এক নায়িকাকে। রাজিব হাসানের ‘নীলকমল’ নাটকে রাক্ষসকন্যা কামিনীর চরিত্রে দেখা যাবে তাকে।

নাটকের গল্পে দেখা যাবে, চন্দ্রপট রাজ্যের দুই রাজপুত্র নীলকমল ও লালকমল। নীলকমলের জন্মের সময় মা মারা যান। এরপর তাদেরকে বড় করে তোলেন লালকমলের মা রানী ভবানী। নীলকমল বুদ্ধিবান ও দয়ালু, লালকমল বাহুবিদ্যায় পারদর্শী। রাজ্যের প্রজারা এই বুদ্ধি বিবেচনা করতে থাকলে রানী ভবানী পাঁচ বছরের জন্য নীলকমলকে বনবাসে পাঠান। বনবাসে রাক্ষসকন্যা কামিনীর সঙ্গে পরিচয় হয় নীলকমলের। সেই পরিচয় একসময় এসে রূপ নেয় প্রণয়ে।

নাটকে নীল কমল চরিত্রে অভিনয় করেছেন ইমন। এ ছাড়াও অভিনয় করেছেন শম্পা রেজা, প্রণব, জান্নাতুল মুনসহ অনেকে। রোজার ঈদে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।



মন্তব্য চালু নেই