রাজকীয় অভিষেকের পর সাংবাদিকদের যা বললেন মুস্তাফিজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক অবিস্মরণীয় নাম মুস্তাফিজুর রহমান। যার ক্রিকেট ক্যারিয়ারে টি-টুয়েন্টি পর ওয়ানডে এবং সর্বশেষ আজকের টেস্ট ম্যাচটিতেও রাজকীয়ভাবেই অভিষেক হয়েছে। এমন ভাগ্য খুব বেশি ক্রিকেটারের জীবনে ঘটেনি।

তবে টেস্ট অভিষেকটাই বেশি তৃপ্তির বলে জানিয়েছেন মুস্তাফিজুর রহমান। অল্পের জন্য হ্যাটট্রিক না পেলেও কষ্ট পাচ্ছেন না। আর চার প্রোটিয়া শিকারের মধ্যে হাশিম আমলার উইকেটকেই এগিয়ে রাখছেন তিনি।

খেলা শেষে সংবাদ সম্মেলনে প্রথম টেস্টের প্রথমদিনের নায়ক মুস্তাফিজ বলেন, টেস্ট ক্যারিয়ারের প্রথম দিনের সাফল্য তাকে বেশি তৃপ্তি দিয়েছে।

‘ওয়ানডে খেলাটা একরকম, টেস্ট খেলাটা একরকম। ভালো বল করেও টেস্টে সহজে উইকেট পাওয়া যায় না। সেদিক থেকে টেস্টকেই এগিয়ে রাখবো,’ বলে মন্তব্য করেন বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজ।

পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে শুরু। এরপর ওয়ানডে ক্রিকেটে শুরুতেই ঝড় তোলা এই বাঁ হাতি পেসার ৬ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। সেই পথ ধরেই বাংলাদেশের ৭৮তম ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেক হয় তার। রুবেল হোসেন পরিয়ে দেন টেস্ট ক্যাপ।



মন্তব্য চালু নেই