রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

রাজধানীতে হালিম ইঞ্জিনিয়ারিং মিল নামে একটি কারখানার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে ৪টায় শ্যামপুর বালুর মাঠ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রুবেল (১৪), এনামুল (৪০), মিজান (১৭), বিল্লাল (২৮)।

এ ছাড়া এ ঘটনার সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন জাকির হোসেন (৩৫) নামের একজন। কারখানার অপর শ্রমিকরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে।

দগ্ধ বিল্লাল হাসাপাতালে সাংবাদিকদের জানান, কারখানায় অ্যালুমিনিয়াম গলিয়ে গ্যাস লাইনের বিভিন্ন মালামাল তৈরি করা হয়।কারখানায় কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে তারা চারজন দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে একটি অ্যাম্বুলেন্স ও দুটি আগুন নেভানোর গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় পথচারীরা ও কারখানার অন্য শ্রমিকদের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বার্ন ইউনিটের চিকিৎসকদের ব্যবস্থাপত্রে এ তথ্য জানা গছে, এ আগুনে রুবেলের শরীরের ৯ শতাংশ, এনামুলের ৪০, মিজানের ৬০ ও বিল্লালের ৪৮ শতাংশ পুড়ে গেছে।



মন্তব্য চালু নেই