রাজধানীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোবাস থামিয়ে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই নিপেন।

তিনি জানান, ইতিমধ্যে গাড়িটিকে (ঢাকা মেট্রো ঘ-৩৫৭৪৮৪) থানায় নিয়ে যাওয়া হয়েছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

এদিকে বিকাশের ম্যানেজার এ কে এম আজমল হুদা জানান, আগারগাঁও দিয়ে একটি মাইক্রোবাসে করে টাকাসহ বিকাশের তিনজন কর্মী যাচ্ছিলেন। এসময় একটি অটোরিকশা এসে কৌশলে মাইক্রোবাসটির গতি রোধ করে।

তখন সিএনজি চালক ও মাইক্রোবাস চালকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরমধ্যেই দুটি মোটরসাইকেলে করে মোট ছয়জন দুর্বৃত্ত মাইক্রোবাসটিকে ঘিরে এলোপাতাড়ি গুলি করে বিকাশকর্মীদের কাছে থাকা ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

বিকাশের সিকিউরিটি ইনচার্জ সাইদুর রহমান এসময় পায়ে গুলিবিদ্ধ হন। সাইদুর ছাড়াও রাজু হাসান, ফারুখ হোসেন ও মাইক্রোবাসের ড্রাইভার বাবু নামের বিকাশকর্মীও গাড়িতে ছিলেন। গুলিবিদ্ধ না হলেও রাজু হাসান আহত হয়েছেন।

গুলিবিদ্ধ সাইদুর রহমানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।

এদিকে ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) একে আজাদ।

এর আগে শনিবার সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার ও তেজগাঁওয়ের বিজি প্রেসের সামনে ছিনতাইকারীর কবলে পড়েছেন ওমর ও রশিদ নামে অপর দুই যুবক। এসময় ওমরের কাছ থেকে ৬ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন ও রশিদের কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাদের দু’জনকেই ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।



মন্তব্য চালু নেই