রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে আগুন, নিরাপদে রোগীরা

রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তাদের চেষ্টায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অবশ্য তার আগেই চিকিৎসাধীন রোগীদের হাসপাতাল থেকে দ্রুত সরিয়ে নেয়া হয়।

দুপুর পৌনে ২টার দিকে এ আগুনের সূত্রপাত। হাসপাতালটির গ্যারেজ থেকে আগুন লাগে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেডকর্মীরা জানাতে পারেনি।

এদিকে আগুন লাগার পরপরই রোগী ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সবাই হাসপাতাল থেকে বেরিয়ে আসে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

চিকিৎসাধীন রোগীদের হাসপাতাল থেকে দ্রুত সরিয়ে আশেপাশের ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে রোগীদের স্বজনরা হাসপাতালের সামনেই ভিড় করছে।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান জানান, আগুন তেমন ভয়াবহ নয়। তারপারও ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।



মন্তব্য চালু নেই