রাজনীতিতে আসছেন আফ্রিদি…

রাজনীতিতে আসছেন আফ্রিদি! আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ক্যারিয়ারের অন্তিমলগ্নে রয়েছেন শহীদ খান আফ্রিদি! এটা হয়তো বুঝতে বাকি নেই ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারের। অবসর নিলে ‘বুমবুম’খ্যাত ক্রিকেটার কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জনগণের সেবা করতে চান।

সেটা হতে পারে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কিংবা দাতব্য ও সামাজিক কাজের মাধ্যমে। অবসর নেয়ার পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘রাজনীতিতে প্রবেশের ইচ্ছা আমার আছে। অবশ্য কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে পরামর্শ দিয়েছেন এটার বিপক্ষে। আমি মনে করি, একজন রাজনীতিক জনগণের সেবক। তার কাজ- জনগণের সেবা করা।’

তবে রাজনীতি যোগ না দিয়েও ভিন্ন উপায়ে জনগণের সেবা করা যায়। সেটাও তার মাথায় আছে আফ্রিদির। বলেন, ‘রাজনীতিতে প্রবেশ না করেও কল্যাণমূলক সংগঠনের মাধ্যমে আমি জনগণের সেবা করতে পারি।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কের দায়িত্ব সেরে সরে দাঁড়ান আফ্রিদি। তবে সংক্ষিপ্ত সংস্করণে (টি২০) এখনো অবসর ঘোষণা করেননি তিনি। সেই ঘোষণা এখনই নয়! কারণ টি২০তে এখনো নিজেকে ফিটই ভাবছেন তারকা এই অলরাউন্ডার। বলেন, ‘জাতীয় দল কিংবা ঘরোয়া পর্যায়ে হলেও সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যেতে চাই। কারণ টি২০তে খেলার জন্য এখনো নিজেকে ফিটই ভাবছি।’



মন্তব্য চালু নেই