রাজনীতিতে যোগ দিলেন তুষ্টি

অভিনয়ের পাশাপাশি এবার রাজনীতিতেও সক্রিয় হচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শামীমা তুষ্টি। তার প্রতিষ্ঠিত দলের নাম ‘ইয়াং অ্যাক্টিভ’। এটি দেশের আর দশটি রাজনৈতিক দলের মতো নয়। গতানুগতিক ধারার বাইরে সমাজের কল্যাণে কাজ করবে। দেশের মূলধারার রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থাকবে বলেও জানালেন তিনি।

জানালেন, আমি শিক্ষকতাও করি। স্কুলের বাচ্চাসহ বন্ধুবান্ধব আমার সঙ্গে কাজ করছে। আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। আমরা জানি, বড়দের এখন আর চেঞ্জ করা সম্ভব না। তাই টার্গেট থাকবে শিশুদের প্রতি। তাদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেব। পাশাপাশি ফুটপাত, ফুটওভার ব্রিজ ব্যবহার নিয়েও জনজনের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি।’

অভিনেত্রী শামীমা তুষ্টিতিনি আরো জানালেন, ‘একজন শিল্পী হিসেবে দায়বদ্ধতা থেকেই কাজটা করছি। কারণ শিল্পীদের কথা অনেকের কাছে সহজেই পৌঁছায় ও শোনেও।’

উল্লেখ্য, তুষ্টির জন্ম ও বেড়ে উঠা রাজনীতি সচেতন পরিবারে। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। ছোটবেলা থেকেই রাজনীতিকে যোগ দেয়ার আগ্রহ ছিল তার।



মন্তব্য চালু নেই