রাজনীতির মাঠেও লাল-হলুদ কার্ড আছে

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খেলার মাঠের মত রাজনীতির মাঠেও লাল ও হলুদ কার্ড আছে। খেলা অথবা রাজনীতিতে ফাউল করে বিজয়ী হওয়া যায় না।’

শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে চ্যালেন আই-রানার বিচ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা চালিয়েছে রাজনীতিতে ফাউলকারি চক্র। এ চক্রের সঙ্গে খালেদা-তারেক জড়িত থাকলে তাদেরও বিচার করা হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন চ্যালেন আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, ‘লন্ডনে সাংবাদিকদের কাছে বিএনপি নেত্রী খালেদা জিয়া তার দলের দুই হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে বলে মিথ্যাচার করেছেন। এভাবে মিথ্যাচার করে বিভ্রান্ত করা যাবে না।’

বেগম খালেদা জিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘আপনি প্রমাণ দেন, আপনার কোন নেতাকর্মী গুম হয়েছে। তার তালিকা দেন।’

পরে রাত ৮টায় কক্সবাজার প্রেসক্লাবে দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার দেড় যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্যমন্ত্রী।



মন্তব্য চালু নেই