‘রাজনীতি’ থেকে বাদ পড়ছেন পিয়া বিপাশা!

লাক্স তারকা পিয়া বিপাশা ‘রাজনীতি’ করছেন, এমন খবরে অনেকেই চমকে উঠেছিলেন। তবে তাদের জন্য নতুন খবর হলো শেষ পর্যন্ত ‘রাজনীতি’ থেকে বাদ পড়ছেন তিনি।

সম্প্রতি বুলবুল বিশ্বাসের পরিচালনায় নির্মাণাধীন ‘রাজনীতি’ ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন পিয়া বিপাশা। তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন ঢাকাই ছবির দুই খান—শাকিব খান ও জায়েদ খান। কিন্তু হঠাৎ করেই ছবিটি থেকে পিয়াকে বাদ দেয়ার গুঞ্জন উঠেছে। এ বিষয়ে থেকে পরিচালক বুলবুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাংবাদিকদের উপস্থিতিতেই পিয়াকে এই ছবিতে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু সে চুক্তির শর্ত ভঙ্গ করেছে। এটা আমাদের ছবির জন্য ক্ষতিকর হয়েছে।’

কিন্তু কী ধরনের চুক্তি ভঙ্গ করেছেন পিয়া? জানতে চাইলে পরিচালক তা বলতে অস্বীকৃতি জানান। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ‘রাজনীতি’র সঙ্গে যুক্ত হওয়ার পর পিয়াকে প্রথম ছয় মাস নতুন কোন ছবিতে চুক্তিবদ্ধ হতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি তা ভঙ্গ করে সম্প্রতি ‘মনের রাজা’ নামের একটি ছবিতে জায়েদ খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন।

তার মানে চুক্তি ভঙ্গের দায়ে পিয়াকে ছবি থেকে বাদ দেয়া হচ্ছে? এমন প্রশ্নের জবাবে পরিচালক অনেকটা এড়িয়ে গিয়ে বলেন, ‘পিয়ার থাকা না থাকার বিষয়টা এখনও আলোচনাধীন। কারণ অক্টোবরে পুরোদমে শুটিং শুরু করবো। আর সেপ্টেম্বরে ছবির একটি বিশেষ অংশের দৃশ্যধারণ করা হবে। যেখানে ছবির নায়ক নায়িকা দুজনকে লাগবে। তাই এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ’

তিনি আরো বলেন, ‘পিয়াকে খুঁজে বের করতে আমাদের ছয় মাস লেগেছে। তাই এই অল্প সময়ে নতুন কাউকে খুঁজে বের করা কঠিন। সেক্ষেত্রে অপু বিশ্বাস, পরীমনি কিংবা ববির বিষয়টা আমাদের মাথায় রয়েছে। তিনজনই এই মুহূর্তে ভাল অবস্থানে রয়েছে।’

উল্লেখ্য, পিয়া বিপাশার প্রথম চলচ্চিত্র ‘রুদ্র দ্য গ্যাংস্টার’। ছবিটি এখন মুক্তির মিছিলে রয়েছে। এছাড়া সম্প্রতি অনন্য মামুনের পরিচালনায় নতুন একটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার এক নায়কের বিপরীতে।



মন্তব্য চালু নেই