রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে বিনিয়োগে বাধা : ইইউ

বাংলাদেশে বিনিয়োগে প্রধান বাধা হিসেবে রাজনৈতিক অস্থিরতা, বিদেশি নাগরিক হত্যা ও সন্ত্রাসবাদকে দায়ী করেছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার সচিবালয়ে ইইউ-বাংলাদেশ ব্যবসা পরিবেশ সংক্রান্ত প্রথম সংলাপ অনুষ্ঠানে ইউরোপীয় রাষ্ট্রদূত পিয়েরে মায়েদু এ অভিযোগ করেন।

এ ছাড়া বাংলাদেশে পণ্য রফতানির ক্ষেত্রে শুল্কায়ন জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের স্বচ্ছতার বিষয়টিও গুরুত্বের সাথে দেখতে হবে।’

ওষুধ তৈরি WTO নীতিমালা যথাযথ অনুসরণ করা হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রীসহ আরও অনেকে।



মন্তব্য চালু নেই