রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আলাপ আলোচনা শুরুর আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বৃহস্পতিবার এ আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ নিজেই এই সমস্যা সমাধানে সক্ষম। কিন্তু রাজনৈতিক দলগুলো প্রয়োজন মনে করলে, তাদের মধ্যে দূরত্ব কমাতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

মার্শা ব্লুম বার্নিকাট বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের এ সব কথা বলেন। এর আগে, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দুই দেশের দ্বি-পাক্ষিক বিষয় নিয়ে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য, সুশাসন, মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বিশ্ব ব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান মার্শা ব্লুম বার্নিকাট। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের জন্য সু-খবর। এমন দিনের জন্য বাংলাদেশকে অভিনন্দন। সামনে যাতে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারে তার জন্য শুভকামনা।’

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গণমাধ্যম কর্মীদের বলেন, ‘গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র অবস্থান বদলায়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা শুরু হওয়া প্রয়োজন। দলগুলো চাইলে এই আলোচনা শুরু করতে রাজি আছে যুক্তরাষ্ট্র।’

তিনি আরও বলেন, ‘রমযান মাসকে কেন্দ্র করে সবগুলো রাজনৈতিক দলের মধ্যেই সরব উপস্থিতি দেখা যাচ্ছে। এটা খুবই ভালো।’

তৈরি পোষাক খাতের জিএসপি সুবিধা সম্পর্কে বার্নিকাট বলেন, ‘এই বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেস দেখে। এই খাতে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। কিন্তু কর্ম পরিবেশের শতভাগ উন্নতি ঘটাতে না পারলে জিএসপি পাওয়া যাবে না।’

গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মানব পাচারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।



মন্তব্য চালু নেই