রাজন হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলা মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়েছে। এতোদিন মামলাটি মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন ছিল।

সিলেট জজ আদালতের সিনিয়র সহকারী কমিশনার আবদুল আহাদ মামলা হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সোমবার রাজন হত্যা মামলার শুনানি ছিল। শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাহেদুল করিম মামলাটি মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হস্তান্তর করেন।

আবদুল আহাদ আরো জানান, রাজন হত্যা মামলার পরবর্তী শুনানির পরবর্তী দিন আগামী ১৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ১৩ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সৌদিতে আটককৃত কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ এবং আরেক হোতা পাভেলকে পলাতক দেখানো হয়। আদালত ২৪ আগস্ট চার্জশিট আমলে নেন।

পরদিন ২৫ আগস্ট পলাতক কামরুল ও শামীমের মালামাল ক্রোক করে নগরীর জালালাবাদ থানা পুলিশ।

গত ৩১ আগস্ট রাজন হত্যাকাণ্ডের মূল আসামি পলাতক কামরুল ইসলাম, তার ভাই শামীম আহমদ ও আরেক হোতা পাভেলকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।



মন্তব্য চালু নেই