রাজবাড়ীতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ৫, আহত ৩০

রবিবার দুপুর ১২ টার দিকে ঢাকা-খুলনা মহা সড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় যাত্রীবাহি দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। আহতদের গোয়ালন্দ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদহ লাইন পরিবহণের একটি যাত্রীবাহি বাসের সাথে দৌলতদিয়া গামী অপর একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন এবং গোয়ালন্দ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে আরো ২ জন মারা যায়। এদের মধ্যে ১ জন শিশু, ১ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। নিহতদের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। সে দৌলতদিয়াগামী বাসের চালক। তার নাম জাকির হোসেন । বাড়ী রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায়।

পরিবহন শ্রমিক এবং প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি বাসের চালক সহ ৩ জন ঘটনা স্থলে মারা যান বাকি আহতের মধ্যে ৩০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এর মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক।



মন্তব্য চালু নেই