রাজশাহীতে রথযাত্রা শুরু, উল্টো রথ রোববার

রাজশাহী : রাজশাহী নগরীতে রথযাত্রা মহোৎসব-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার প্রথম রথ উপলক্ষে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। রেশমপট্টিস্থ দিগম্বর জৈন ঠাঁকুর মন্দির বাড়ী (ইসকন) এর আয়োজন করে।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনা মৃত সংঘের (ইস্কন) উদ্যোগে এ রথ যাত্রা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অবয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ।

আগামী ২৬ জুলাই পাঁচু মন্ডল আখড়া থেকে উল্টো রথ অনুষ্ঠিত হবে।

এদিকে, ঐতিহ্যবাহী রথবাড়ীর পরিচালনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি ঘোড়ামারা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, চেম্বারের পরিচালক সেকেন্দার আলী, আওয়ামী লীগ নেতা শ্যামল কুমার ঘোষ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার সরকার, হুনুমান জিউর আখড়ার সভাপতি কার্তিক চন্দ্র হালদার প্রমুখ।



মন্তব্য চালু নেই