রাজশাহীতে ৮৪২ প্রবীণ বয়স্ক ভাতা পাচ্ছেন

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে : রাজশাহী নগরীতে ভাতা পাচ্ছেন ৮৪২ প্রবীন। ২০১৫-১৬ অর্থবছরের সরকারি এ সহায়তা পাচ্ছেন তারা। বৃহস্পতিবার সুবিধাভোগীদের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

সকালে এনিয়ে শহর সমাজসেবা দপ্তরে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবাধাভোগীদের মাঝে এসব কার্ড বিতরণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক দারিদ্র্য সীমার নিচে বাস করে। বিত্তহীন এবং বার্ধক্যের কারণে যারা দৈহিক পরিশ্রমে অক্ষম তারাই সবচেয়ে বেশি দারিদ্র্যের শিকার। গরিব ও দুস্থদের প্রাপ্য তাদের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর। সামাজিক দায়বদ্ধতা থেকে এসব সুস্থ্য মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বাদশা।

শহর সমাজসেবা কর্মকর্তা আবদুল্লা আল ফিরোজের সভাপতিতে এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবিনা ইয়াসমিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী নগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।



মন্তব্য চালু নেই