রাজারহাটে বেগম রোকেয়া দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পদক প্রদান

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা মহিলা বিষয়ক বিভাগের আয়োজনে বুধবার জয়িতা অন্বেষণে বাংলাদেশ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি, জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা এবং ৫ জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশী লায়লা ফেরদৌসী বীথি, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. কফিল উদ্দিন প্রমূখ।

উপজেলা পর্যায়ে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’-এর আওতায় ৫টি ক্যাটাগরিতে মনোনিত শ্রেষ্ঠ ৫ নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই