রাজারহাটে যানজট নিরসনে নামলেন ইউএনও

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বাজারের সোনালী ব্যাংক চত্বরে কিছুদিন ধরে যত্রতত্রভাবে ব্যাটারি চালিত অটোরিক্সার স্ট্যান্ড তৈরি হওয়ার ফলে শহরে পথচারীদের চলাচলে প্রতিনিয়ত চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছিল।

অবশেষে হঠাৎ সোমবার সন্ধ্যায় একদল পুলিশ নিয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অটো স্ট্যান্ডটি বিতারিত করেন এবং প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ধুমপান আইনে ৪ জন, মোটর যান আইনে ৪জন এবং আল মদিনা হোটেলসহ মোট ৯ জনের কাছ থেকে ২৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, উপজেলা সদরে নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্রভাবে স্ট্যান্ড তৈরি হতে দেয়া হবে না এবং এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে আবারও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।



মন্তব্য চালু নেই