রাণীনগরে গ্রামীণ ব্যাংকের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: গত বৃহস্পতিবার নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউপি’র কচুয়ায় গ্রামীণ ব্যাংকের নিজস্ব দ্বিতল অফিস ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

এদিন বিকেলে গ্রামীণ ব্যাংক বড়গাছা রাণীনগর শাখার ম্যানেজার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ যোনের যোনাল ম্যানেজার মো: আনসারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ যোনের যোনাল অডিট অফিসার মনীন্দ্র চন্দ্র দাস, নওগাঁর এরিয়ার এরিয়া ম্যানেজার মো: আব্দুর রহমান, প্রোগ্রাম অফিসার মো: আমিনুল ইসলাম, নওগাঁ যোনের যোন প্রতিনিধি মো: ছানোয়ার হোসেন, অত্র শাখার প্রাক্তন শাখা ম্যানেজার ও কাশিমপুর গ্রামীণ ব্যাংকের ম্যানেজার মো: আজাদুল ইসলাম মন্ডল, নওগাঁ হাপানিয়া শাখার ম্যানেজার কমলেশ চন্দ্র মন্ডল, অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক নুরুল ইসলাম, পীর বক্স মন্ডল, নাজিম উদ্দিন প্রামাণিক, গোলাম হোসেন, শ্রীদাম মন্ডল, অত্র শাখার ৪৮টি কেন্দ্রের কেন্দ্র প্রধান, অত্র শাখার সকল সহকর্মীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অত্র শাখার ম্যানেজার মো: ইসমাইল হোসেন জানান, গ্রামীণ ব্যাংকের নিজস্ব অর্থায়নে ৩৯ লাখ ২৯ হাজার ৭শত ৩৮টাকা ব্যয়ে নিজস্ব এই দ্বিতল ভবন নির্মাণ করা হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে ভবনের কাজ পেয়েছেন ময়মনসিংহের গোফরগাঁওয়ের মেসার্স ফারুক মন্ডল মাইজভান্ডারী কন্সট্রাকশন।



মন্তব্য চালু নেই