রাণীনগরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় । এর পর সূর্যোদয়ের সাথে সাথে ভাষা শহীদদের স্বরণে উপজেলার সকল সরকারী,বে-সরকারী/ আধাসরকারী /সায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া সকাল ৯ টায় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আল ফারুক জেমস,ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম প্রমূখ ।

এছাড়াও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদে বিশেষ প্রার্থনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ।



মন্তব্য চালু নেই