রাণীনগরে স্কুলের নৈশ্য প্রহরি হত্যার ঘটনায় মামলা দায়ের গ্রেফতার ১


কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা :
নওগাঁর রাণীনগরে ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরি মির হোসেন হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রাতেই বেলাল হোসেন (৩২) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতার বেলাল হোসেন আদমদীঘি উপজেলার পান্নাতপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে ।

উল্লেখ্য, গত বুধবার রাতে ওই ¯কুল পাহাড়া কালে রাতে দূবৃত্তরা তাকে বেদম মারপিট করে রক্তাক্ত যখম করে । সকালে স্খাণীয়রা মির হোসেনকে রাণীনগর হাসপাতালে ভর্তি করায় । পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে নওগাঁ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকি?সাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যায় ।

এঘটনায় মির হোসেনের স্ত্রী বিলকিস বিবি বাদী হয়ে শনিবার রাতে ১০/১২ জনকে অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এ হত্যা কান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ বেলাল হোসেনকে গ্রেফতার করে। মির হোসেন উপজেলার মধ্য রাজাপুর গ্রামের মোবারক আলীর ছেলে ।

এব্যাপরে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, ইতি মধ্যে সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসা করছি খুব দ্রুত হত্যা কান্ডের রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার কওে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।#



মন্তব্য চালু নেই