রাণীনগরে ৬নং কালীগ্রাম ইউপি’র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)সংবাদদাতা : “একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ৬নং কালীগ্রাম ইউপি’র সকল প্রতিদ্বন্দ্বিতাকারি প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪টায় সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর উপজেলা কমিটির আয়োজনে আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: ওহেদুল ইসলাম মিলন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ-আল মামুন, সুজন’র নওগাঁ জেলার সমন্বয়ক মোঃ আছির উদ্দিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সাবেক আহবায়ক এসএম রায়হান আলম, রাণীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, সাংগঠনিক পাভেল রহমান, জাহাঙ্গীর আলম খোকন, রায়হান হোসেন, সাবেরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের মুখোমুখি দাঁড়িয়ে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি অবাধ, নিরপেক্ষ, শাস্তিপূর্ণ ও গ্রহণ যোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের পছন্দের প্রার্থীরাই নির্বাচিত হবে এমন অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন, ৬নং কালীগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো: সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ডাঃ রাহেদুল মজিদ বাবলু, মেম্বার প্রার্থী মো: হেলাল মন্ডল, মো: গুলজার রহমান, মো: সেলিম অল-দিন রুহুল।



মন্তব্য চালু নেই