রাণীনগর উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের ১কোটি ৫৩ লক্ষ ৮ হাজার ৪শ’ ৮৮টাকা উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১কোটি ৯১লক্ষ ২হাজার ৩শ’ ৮টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১কোটি ৩৭ লক্ষ ৯৩ হাজার ৮শ’২০ টাকা। ফলে রাজস্ব উদ্বৃত্ত দাড়ায় ৫৩ লক্ষ ৮হাজার ৪শ’ ৮৮টাকা উন্নয়ন বাজেটের প্রধান উৎস জাতীয় সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এডিপি সহায়তা বাবদ সম্ভাব্য প্রাপ্তি ৬০লক্ষ টাকা, বাসা বাড়ি মেরামত বাবদ সম্ভাব্য প্রাপ্তি ৪০লক্ষ টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ৫৩লক্ষ ৮হাজার ৪শ’ ৮৮টাকা, রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এ বাজেট ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু শফিউল আজম, সদর ইউপি চেয়ারম্যান রোকুনুজ্জামান রুকু, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, একডালা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বড়গাছা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, গোনা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অরুন বোস, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই