রাণীনগর প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম বলেছেন, পবিত্র রমজান মাসে আত্মসংযোমের পাশা-পাশি আত্মসচেতনতা সৃস্টি করতে হবে। মাদক, সন্ত্রাস, নাশকতাকারী, অতি ডানপন্থী, বামপন্থীদের সমাজে তাদের স্থায়ী কোন পরিচয় নাই। এরা শান্তি প্রিয় সাধারণ মানুষের নিরাপত্তা ইসলামী মূল্যবোধের ব্যাঘাত ঘটায়। সাংবাদিক, সুশীল সমাজ, সচেতন মহল ও প্রশাসনসহ সবাই মিলে এদেরকে প্রতিহত করা হবে।

মাদকের ভয়াবহতার কারণে ছিনতাই, ডাকাতি, রাহাজানি বৃদ্ধি সহ পারিবারিক শান্তি নষ্ট হয়। এদের বিরুদ্ধে সাংবাদিকরা যখন যথাযথা লেখা-লেখি করে তখন পুলিশের মূল ঘটনাগুলো দৃষ্টিগোচর হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে সহজ হয়। আর সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যথাযথ ভাবে প্রয়োগ করতে পারলে মুক্তিযোদ্ধের চেতনায় সাম্যবাদ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

রাণীনগর-আত্রায়ের মানুষ এক সময় সর্বহারা-জেএমবির মত ঘৃণিত সংগঠনের দ্বারা অত্যাচারিত ও নিশপিষীত ছিল। এই জনপদে ভবিষ্যতে তাদেরকে আর এক চুল পরিমান ছাড় দেওয়া হবে না। গত শনিবার রাণীনগর প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

রাণীনগর প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব কাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আল-ফারুক জেমস্, উপজেলা নির্বাহী অফিসার মুনিরুল ইসলাম পাটওয়ারি, রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী, আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান, আত্রাই থানার ওসি (তদন্ত) শামছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ওহেদুল ইসলাম প্রমুখ।



মন্তব্য চালু নেই