রাণীশংকৈলে জাতীয়করনের জন্য ব্যাপক বিক্ষোভ!

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক বর্তমান ছাত্র-ছাত্রী,অভিাবক সদস্য ,শিক্ষক -কর্মচারি ও ব্যাবসায়ী সহ এলাকার সর্বস্থরের জনসাধারন জতীয়করণের জন্য ২ আগষ্ট মঙ্গলবার দুপুরে শহরের মুল রাস্তা প্রদর্শন করে চৌরাস্তায় সভা সমাবেশ করে ।

প্রকৃত নীতিমালার আলোকে রাণীশংকৈল ডিগ্রী কলেজটি জনবল কাঠামো সহ সবদিক হতে এগিয়ে থাকায় এবং জাতীয় করন না হতে পেরে এলাকার সাবেক ছাত্র-ছাত্রী ,বর্তমান ছাত্র-শিক্ষক সহ অভিভাবক ও অভিভাবক সদস্য এবং গভর্ণিং বডির সদস্যরা পৌর-শহর বিক্ষোব মিছিল ও মানব বন্ধনে অংশ নেন ।

এসময় প্রায় ৫ হাজারেরও বেশী মানুষ চৌরাস্তায় জমায়েত সভা সমাবেশ করেন। অভিভাবক সদস্য জমিরুল বলেন-মহিলা কলেজ স্থাপিত হয়েছে ১৯৯৪ অপর দিকে বৃহৎ এই রাণীশংকৈল ডিগ্রী কলেজটি স্থাপিত ১৯৭২ সালে । তিনি বলেন, জাতীয় করণ না হওয়া পর্যন্ত রাণীশংকৈলের মানুষ আন্দোলন চালিয়ে যাবে। বক্তারা জাতীয় করণের প্রানের দাবিতে মানব বন্ধন ও কর্মসুচী পালন করে প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।



মন্তব্য চালু নেই