রাতে কলেজ ভবনে উড়ছে জাতীয় পতাকা

লক্ষ্মীপুর শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে রাতের আঁধারে উড়ানো হচ্ছে জাতীয় পতাকা। রোববার রাত সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ ক্যাম্পাস ভবনের ছাদে জাতীয় উড়তে দেখেন সাংবাদিকরা।

পরে তারা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষের টনক নড়ে। তবে রাতের আঁধারে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড়ানোর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, বাংলাদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী লক্ষ্মীপুরের কৃতী সন্তান আ স ম আবদুর রব। অথচ তার নিজ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে।

মহান জাতীয় পতাকাকে অবমূল্যায়ন করে দীর্ঘদিন থেকে লক্ষ্মীপুর অক্সফোর্ড কলেজে রাতের আধাঁরে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। এমন ঘটনায় লক্ষ্মীপুর জুড়ে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ ব্যাপারে হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।

অক্সফোর্ড মডেল কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, কলেজের দপ্তরি হয়তো বিষয়টি খেয়াল করেননি। কিছুদিন আগে এমন একটি ঘটনায় অধ্যক্ষ আমাদের ওপর ক্ষিপ্ত হয়েছিলেন। আশা করছি আগামীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামান বলেন, কলেজ ছুটির পরে প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন থাকাটা দুঃখজনক। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য চালু নেই