রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিরাপদে যাত্রীরা

ভারতে একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় গিয়ে রানওয়ে থেকে ছিটকে গেছে। তবে ঘটনায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। জেট এয়ারওয়েজের বিমানটি বিমানটি সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি ঘূর্ণিতে রানওয়ে থেকে ছিটকে যায়।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে ভারতের গোয়ার ডাবলিম বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানটিতে ৭ জন ক্রু মেম্বারসহ ১৫৪ জন যাত্রী ছিলেন। তবে জরুরি ভিত্তিতে তাদের সবাইকে নিরাপদে বিমান থেকে বের করা হয়েছে। এদের মধ্যে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গোয়া থেকে মুম্বাইগামী ৯ডব্লিউ ২৩৭৪ ফ্লাইটটি ভোরে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে ছিটকে পড়ে।’

বিমানের সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমানবন্দরটিতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই