রানীশংকৈল প্রাণী সম্পদ অফিসকক্ষে পিপিআই কার্যক্রম পালিত

ঠাকুরগায়ের রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে “ক্যাটালি হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশন বাংলাদেশ”এর যৌথ উদ্যোগে পিপিআই কার্যক্রম মূল্যায়ন এবং পুনঃ পরিকল্পনা প্রণয়ন সভার আয়োজন করা হয়।

১৫ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা প্রাণী সম্পদ অফিস কক্ষে প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল হকের সভাপতিত্বে পিপিআই কার্যক্রমের অপর মূল্যায়ন করেন হেলভেটাস সংস্থার প্রতিনিধি এনামুল হক । এসময় সভায় উপস্থিত ছিলেন-দি-একমি কোঃ প্রতিনিধি আঃ করিম।

এছাড়াও উপজেলার গবাদীপশুর ২৫টি খামারি সভায় অংশগ্রহণ করেন। গবাদীপশু পালন জাতীয় সম্পদের একটি অংশ তাই গবাদীপশুপালন,সঠিক পরিচর্যা মেটাতাজাকরণ সহ বিভিন্ন পদ্ধতিতে পশুপালনের উপর সুচিন্তিত পরামর্শ প্রদান করা হয়।

মূল্যায়ন শেষে সংস্থার প্রতিনিধিরা তড়কা এবং পিপিআই রোগের উপর বিস্তারিত আলোচনা করেন। এ সময় অনুষ্ঠানে সংবাদকর্মীদের উপস্থিতি তেমন লক্ষ করা যায়নি।



মন্তব্য চালু নেই