রান্না হলে জানিয়ে দেবে ফ্রাই প্যান

ব্যস্ত সময়ে চুলোর পাশে দাঁড়িয়ে খাবার হওয়া পর্যন্ত অপেক্ষা কষ্টকর বটে! এমন যদি হয় আপনার খাবার তৈরি হয়ে গেলে ফ্রাইং প্যান তা জানিয়ে দেবে। তবে কেমন হবে? সত্যি তাই। রূপকথা নয়। বিজ্ঞানীরা এমন একটি ফ্রাইং প্যান তৈরি করেছেন। যেটিতে আছে ব্লুটুথ সংযোগ। এই ফ্রাইং প্যানের মাধ্যমে খাবার তৈরি করা হয়ে গেলে সেটি ফোনে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে।

ব্লুটুথ প্যানে থাকবে একটি কেন্দ্রীয় তাপমাপক সেন্সর এবং এর হাতলে থাকবে ব্লুটুথ ডিভাইস। স্মার্টফোনের সাথে পেয়ার(জোড়া) করার পর নির্দিষ্ট অ্যাপস দিয়ে প্যানটিকে নিয়ন্ত্রণ করা যাবে। এই অ্যাপটি আপনাকে রান্না বিষয়ে অনেক পরামর্শও দেবে। যখন প্যানটি যথেষ্ট উত্তপ্ত হবে তেল দেয়ার জন্য তখন অ্যাপটি আপনাকে তেল দেয়ার পরামর্শ দেবে। কখন তাপমাত্রা মাঝারি মানের করবেন তাও জানতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে।

এই অ্যাপটিতে কিছু রেসিপি প্রি লোডেড করে দেয়া আছে। তবে রেসিপি ছাড়াও অ্যাপস ও ব্লুটুথের মাধ্যমে আপনি নিজেই এর পুরো নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি একটি কেক বানাতে চাইলে কখন তার সাইড পরিবর্তন করতে হবে তাও বলে দেবে অ্যাপটি।

রান্না সংক্রান্ত হতাশা গুলো দুর করবে এই ব্লুটুথ প্যান। আপনার ফোন হবে আপনার রান্না শেখানোর প্রশিক্ষক।



মন্তব্য চালু নেই