রাবিতে সমাজবিজ্ঞানে গবেষণা বিষয়ক কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিনদিন ব্যাপী সমাজবিজ্ঞানে গবেষণা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। লোক প্রশাসন বিভাগের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৯টায় রাবির ডিনস্ কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বিজ্ঞান আমাদেরকে যে কোন বিষয় সম্পর্কে সঠিক ধারনা দেয়। আর সমাজ বিজ্ঞানের প্রধান কাজ হলো সামাজিক সমস্যাগুলো বের করে তার প্রতিকার করা। তাই এ কর্মশালা থেকে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে এবং সাথে সাথে সামাজিক বিজ্ঞানের বিখ্যাত তত্ত¡গুলোর প্রয়োগ ঘটাতে হবে।

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আওয়াল হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইহতেশামুল আলম।

উল্লেখ্য, রাবি সামাজিকবিজ্ঞান অনুষদের প্রতিটি বিভাগ থেকে দুজন করে জুনিয়র শিক্ষকসহ কর্মশালায় ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালাটি ১১ আগস্ট শেষ হবে।



মন্তব্য চালু নেই