রাবিতে ১৪টি বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৪ টি বই এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এর সেমিনার কক্ষে বইগুলোর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবে ড. প্রণব কুমার পান্ডে ‘বাংলাদেশ পাবলিক পলিসি অ্যানালাইসিস, এডিটর : ড. মুহম্মদ শহীদুল্লাহ’, ড. মো. ছাদেকুল আরেফিন ‘দ্য স্টেট অব বাংলাদেশ ওয়ার্কিং পোর : প্রোগ্রেস অ্যান্ড প্যারাডোক্স্রেস’, ড. মো. ফয়জার রহমান ‘বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আচার-অনুষ্ঠান’, ড. স্বরোচিষ সরকার ‘বাংলাদেশের ভাষানীতি ও ভাষা-পরিকল্পনা’, ড. নূর”ল হোসেন চৌধুরী ‘জাগরণ ও অভ্যুদয়’, ড. মো. আনিসুর রহমান ‘অ্যান্নোটেটেড বিবলিওগ্রাফি অন বাংলাদেশ ল’, ড. মো. ইলিয়াছ হোসেন ‘অ্যান্নোটেটেড বিবলিওগ্রাফি অন বাংলাদেশ ইকোনোমিকস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’, রুবাইয়াত জাহান ‘অ্যান্নোটেটেড বিবলিওগ্রাফি অন এডুকেশন অব বাংলাদেশ’, ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ‘অ্যান্নোটেটেড বিবলিওগ্রাফি অন বাংলাদেশ সোসাইটি’, ড. সুশান্ত কুমার ভট্টাচায ‘অ্যান্নোটেটেড বিবলিওগ্রাফি অন বাংলাদেশ স্ট্যাটিসটিকস’ ড. তারিক সাইফুল ইসলাম ‘অ্যান্নোটেটেড বিবলিওগ্রাফি অন ট্রেড অ্যান্ড কমার্স’, ড. মো. আবুল কাশেম ‘ মুক্তিযুদ্ধ গবেষণা : সটীক গ্রন্থপঞ্জি’, ড. পি এম সফিকুল ইসলাম ‘ বাংলা ভাষা: সটীক গ্রন্থপঞ্জি’ ও ড. খন্দকার ফরহাদ হোসেন ‘বাংলা সাহিত্য: সটীক গ্রন্থপঞ্জি’ শীর্ষক গ্রন্থগুলোর উপর আলোচনা করেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। আইবিএস’র পরিচালক অধ্যঅপক এম শহীদুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইবিএস-ইআরসি সাব-প্রজেক্ট ম্যানেজার ড. স্বরোচিষ সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর আইবিএস এর আইবিএস-ইআরসি প্রকল্পের অধীনে আইবিএস এর শিক্ষক ও ফেলোবৃন্দ কর্তৃক এ পুস্তকগুলো রচিত হয়েছে।



মন্তব্য চালু নেই