রাবির সমাজকর্ম বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রাবি উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নত হলেও তথ্য-প্রযুক্তির ঘাটতির কারণে বিশ্ব র্যা ঙ্কিং-এ এগুলো যথাযথ মর্যাদা পাচ্ছে না। তিনি বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরেও আমরা আর পিছনে ফিরতে চাই না, সমাজকে সামাজিক পুঁজি হিসেবে বিনির্মান করতে হবে। এ জন্য সকলকে তিনি সমাজের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয় হয়।



মন্তব্য চালু নেই