রাবি শিক্ষক খুন, সন্দেহের তীর জঙ্গিদের দিকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম হত্যায় জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থল থেকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দিন বলেন, ‘হত্যার ধরন দেখে জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিগত সময়ে ব্লগারদের যেভাবে হত্যা করা হয়েছে, রাবির ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিককেও একই কায়দায় হত্যা করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এ ঘটনায় কোনো জঙ্গি সংগঠন জড়িত। তবে কেন তাকে হত্যা করা হলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে শিক্ষক রেজাউল করিমের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে পুলিশ, র‌্যাব ও সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা আলামত সংগ্রহ করেন।

প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ৭টায় দিকে বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য শালবাগান এলাকায় অপেক্ষা করছিলেন রেজাউল করিম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর দুজন দুর্বৃত্তকে রেলগেট এলাকা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পেছন থেকে রেজাউলকে কুপিয়ে হত্যা করা হয়। তার ঘাড়ের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।



মন্তব্য চালু নেই