রাবি শিক্ষক সমিতির কর্মবিরতি স্থগিত, আসছে নতুন কর্মসূচি

প্রস্তাবিত অষ্টম পে-স্কেল পুনঃনির্ধারনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (রাবিশিস) পূর্বঘোষিত রবিবারের ৩ঘণ্টাব্যাপি কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে আগামী মঙ্গলবার দেওয়া হয়েছে নতুন কর্মসূচি।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, অষ্টম পে-স্কেল পুনঃনির্ধারনের দাবিতে রাবি শিক্ষক সমিতির রবিবারের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার শিক্ষক সমিতির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয় হয়।

তিনি আরো বলেন, আগামী মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে এবং ওই দিন সকাল ১১টায়
এক প্রতিবাদ র্যালির আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী রবিবার ঢাকায় আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশেও রাবি শিক্ষক সমিতি অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, অষ্টম পে-স্কেল পুনঃনির্ধারনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনসহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন করে আসছে।



মন্তব্য চালু নেই