রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ : অ্যাটর্নি জেনারেল

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ রিভিউ এর রায়ে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার সকালে রায় প্রকাশের পর সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কোর্ট থেকে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফাঁসি বহাল থাকায় আমি সন্তুষ্ট। রিভিউয়ের রায়ের কপি কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পর নিজামী চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন।

আজ বেলা সাড়ে ১১টায় নিজামীর আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রেখে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই ট্রাইব্যুনালসহ আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ভোর থেকে ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় সতর্কাবস্থায় দেখা যায় র‌্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।



মন্তব্য চালু নেই