রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬১

৬১ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রোস্তভ অন ডন শহরে বিমানবন্দরের রানওয়ের খুব কাছে শনিবার ভোররাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফ্লাই দুবাই এয়ারলাইন্সের বোয়িং ৭৩৮-৮০০ বিমানটি দুবাই থেকে এসেছিল। স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে বিমানটি রানওয়েতে অবতরণের চেষ্টা করছিল। তবে এটি রানওয়েতে অবতরণ না করে ছিটকে পড়ে এবং বিধ্বস্ত হয়। দৃষ্টিসীমায় অস্বচ্ছতা ও প্রবল বাতাসকে দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।

আঞ্চলিক জরুরি মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটিতে ৫৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় এদের সবারই মৃত্যু হয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা তাসকে ওই মুখপাত্র বলেন, ‘অবতরণের সময় বোয়িং ৭৩৮ বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৫৫ যাত্রী ছিল। এদের সবার মৃত্যু হয়েছে।’

শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে।

লাইফ নিউজ নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমবার বিমানটি অবতরণে ব্যর্থ হয়ে দ্বিতীয়বার একে রানওয়েতে নিয়ে আসার চেষ্টা চলছিল। এ সময় বিমানটির লেজের অংশ ভূমিতে আঘাত করে। এতে বিমানটি বিধ্বস্ত হয় ও এতে আগুন ধরে যায়।

ফ্লাই দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়টি অবগত আছে। বিস্তারিত তথ্যের জন্য তারা তদন্ত শুরু করেছে।



মন্তব্য চালু নেই