রাশিয়া বিশ্বকাপে থাকবে ভিডিও রেফারি!

ফুটবলে কিছু সমস্যা আদি কালের। লাল কার্ড দেখালে ভুক্তভোগী দল মেনে নিতে চায় না। গোল হজম করলে নানা অভিযোগ তোলে। অফসাইড হয়েছে কি হয়নি, তা নিয়ে থেকে যায় অনেক প্রশ্ন। তবে এবার বুঝি এই সমস্যা দূর হতে যাচ্ছে। ফিফার নতুন প্রেসিডেন্ট ইনফান্তিনো আশা প্রকাশ করেছেন, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ থেকেই ভিডিও রেফারি নিয়ম চালু করা হবে। কোনো সিদ্ধান্ত নিতে মাঠের রেফারি হিমশিম খেলে ভিডিও রেফারির সঙ্গে কথা বলে ফলাফল জানাতে পারবেন। অনেকটা ক্রিকেটের থার্ড আম্পায়ারের মতো।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) মার্চে বলেছিল, এই প্রযুক্তি চালু করার আগে কমপক্ষে দুই বছর পরীক্ষা করা দরকার। তার মানে ২০১৭-১৮ মৌসুমে বড় কোনো টুর্নামেন্টে এটা চালু করার উচিত ছিল। কিন্তু ইনফান্তি বলছেন, এখনই সেটা চালু করে ১৮ বিশ্বকাপে প্রয়োগ করা হবে।’

‘এর মানে হচ্ছে আমরা দেখব ২০১৮ বিশ্বকাপে এটা কাজ করে কি না,’ বলেন ইনফান্তিনো, ‘আমি আসলেই আশা করছি রাশিয়ার বিশ্বকাপেই প্রথম বারের মতো ভিডিও রেফারি ব্যবহার করা হবে। সম্ভবত এটা অনেক ভাল হবে।’

ভিডিও রেফারির কাজ হবে, গোটা ম্যাচ রেকর্ড করা। মাঠের রেফারির সংকেত পেলে কোনো ঘটনা তিনি রিভিউ করে দেখবেন। তারপর মাঠের রেফারিকে সিদ্ধান্ত জানবেন।



মন্তব্য চালু নেই