রাস্তায় সিনেমার পোস্টার লাগাচ্ছেন নায়ক-নায়িকা

হতে পারেন তাঁরা সিনেমার নায়ক-নায়িকা, নিজেদর ছবি দর্শক দেখুক; এর জন্য যেকোনো পরিশ্রমে আপত্তি নেই তাঁদের। এ জন্য ঢাকা শহরের বিভিন্ন ব্যস্ত এলাকার রাস্তায় নিজের ছবির পোস্টার নিজেরাই লাগাচ্ছেন নায়ক আরিফিন শুভ ও জলি। গত রাতে ঢাকার বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে পোস্টার লাগতে দেখা গেছে এই জুটিকে।

আগামী ১২ আগস্ট মুক্তি পাবে তাঁদের ছবি ‘নিয়তি’। এর প্রচারণার অংশ হিসেবেই শুভ ও জলি নেমেছেন এই অভিনব কাজে।

এরই মধ্যে একটি ভিডিও আপলোড করা হয়েছে জাজ মাল্টমিডিয়ার ফেসবুক পেজে। সেখানে দেখা যায়, নায়িকা জলি শুভকে সাহায্য করছেন, নিজের হাতে দেয়ালে আঠা লাগাচ্ছেন শুভ। ভিডিওতে শুভ বলেন, ‘ঢাকার বিভিন্ন ব্যস্ত এলাকায় আমরা ছবির (নিয়তি) পোস্টার লাগাচ্ছি। ছবিটার প্রতি ভালোবাসা থেকেই আমরা কাজটি করছি। আমার সাথে যেমন নায়িকা জলি আছেন, তেমনই আছে পুরো ছবির টিমি। তোমরাও আমাদের সাথেই থাক।’

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ছবিটি গত ১০ জুন ভারতের ৮৩টি হলে একযোগে মুক্তি পায়। কলকাতায় ছবিটি কেমন চলেছে জানতে চাইলে নায়ক আরিফিন শুভ বলেন, ‘কলকাতায় এরই মধ্যে ছবিটি নিয়ে সবাই প্রশংসা করছে। কিন্তু মিডিয়া কাভারেজটা পাইনি। যদি মিডিয়া কাভারেজ ঠিকমতো পাওয়া যেত, তাহলে ছবিটি হিটের তালিকায় চলে আসত। বাংলাদেশে ছবিটির যথেষ্ট প্রচারণা হয়েছে। আশা করি, এখানে ছবিটি আরো ভালো ব্যবসা করবে।’

ছবির প্রচারণা নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘আমরা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। রাতে রাস্তায় যখন পোস্টার লাগানো হচ্ছিল, তখন অনেক মানুষ গাড়ি থেকে নেমে পছন্দের শিল্পীদের সাথে ছবি তুলেছেন, তাঁদের সাথে কথা বলেছেন। আসলে এটা একটা নতুন বিষয় যে ছবির পরিচালক-প্রযোজক-শিল্পী রাস্তায় নেমে পোস্টার লাগাচ্ছেন। এটা ছবির প্রতি ভালোবাসা থেকে আমরা করেছি।’

বাংলাদেশে ‘নিয়তি’ ছবিটি প্রায় শতাধিক হলে মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।



মন্তব্য চালু নেই