রাস্তায় ‘বাঘবন্দি খেলা’ জখম বহু লোক

যদি ঘাড়ে এসে পড়ে থাবা তবে আর রক্ষা নেই। প্রাণ নিয়ে ফেরার সম্ভাবনা ভাগ্যের হাতে। সাতসকালে রায়গঞ্জের রাস্তায় ‘বাঘমামা’ যে এভাবে ঘুরে বেড়াবে, কে তা জানত! বিনা মেঘেই যেন বাজ পড়ার মতো অবস্থা ছিল শহরের জেলা হাসপাতাল সংলগ্ন ইন্দিরা কলোনির জেলখানা এলাকায়।

তাও সাহস জুগিয়ে ‘বাঘমামা’কে বাগে আনার চেষ্টা করেছিলেন রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। কিন্তু সেই ক্ষিপ্রতার সঙ্গে পাল্লা দেওয়া কি সোজা কথা? এমন গর্জন, যে পিলে পর্যন্ত চমকে যায়। অনেক কায়দা করে জাল পাতা হয়েছিল৷ সংগঠনের সদস্যদের বিশ্বাস ছিল, বাঘবন্দি খেলায় সফল হবেন তাঁরা। কিন্তু কোথায় কী! সব কৌশল ব্যর্থ৷ এক লাফে জাল ছিড়ে পালায় চিতাবাঘটি৷

এদিকে বাঘ জেলে কেটেছে শুনেই পড়ে যায় হুড়োহুড়ি৷ তাতে জখম হন বেশ কয়েকজন মানুষ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন দফতরকে খবর দেওয়া হলেও আসতে কিছুটা দেরী হয়৷ তখনই রায়গঞ্জের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা বাঘ ধরতে নেমে পড়েন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় জখম হয়েছেন ১৩ জন।-সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই