রাস্তায় সভা-সমাবেশে প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা আছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ’রাস্তায় সভা-সমাবেশ বন্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।’ শুক্রবার সকালে রাজধানীর রাসেল স্কয়ারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চলতি জানুয়ারিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৫ জানুয়ারির নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচির কারণে রাজধানীতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়।

এদিকে ইঙ্গিত করে কাদের বলেন, ‘‘মাঝে কিছু সমস্যা হয়েছে। তাই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তার পক্ষে আমি জানাচ্ছি যে, প্রধানমন্ত্রী রাস্তা দখল করে কোনো সভা-সমাবেশ বা কর্মসূচি বাংলাদেশের কোথাও করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন।’’

এর আগে ছাত্রলীগের র‌্যালিতে সৃষ্ট জনদুর্ভোগের কারণে একাধিক জনসভায় দুঃখ প্রকাশ করেছিলেন ওবায়দুল কাদের।

র‌্যালি বিষয়েও সরকার ভাবছে জানিয়ে তিনি বলেন, ‘রাস্তায় ‌র‌্যালি করার বিকল্প আমরা ভাবছি। রাস্তা বন্ধ না করেও কীভাবে করা যায় তা ভাবছি আমরা।’

এদিকে রাস্তার পাশে শীতবস্ত্র বিতরণের আয়োজন করায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘রাস্তার কাছাকাছি করেছেন আয়োজনটা। ভবিষ্যতে এখানে আর কোনো কর্মসূচি করবেন না। এটা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি।’

প্রধানমন্ত্রীর বক্তব্যকে মিথ্যা দাবি করে বিএনপির জানানো প্রতিক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে সবাই খুশি। বিএনপির সাধারণ কর্মীরাও খুশি। কেবল বিএনপির কিছু নেতা, যারা কর্মসূচি ডেকে ঘর থেকে বেরোন না; তারাই অখুশি।’

কাদের বলেন, ’নির্বাচন নিয়ে কোনো সংকট নেই। সব সংকটের সমাধান সংবিধান। ভবিষ্যতে নির্বাচন কমিশন, নির্বাচন— সব সংবিধান অনুযায়ী হবে।’



মন্তব্য চালু নেই