‘রায়ের কপি পেলেই সিটিসেলের তরঙ্গ খুলে দেয়া হবে’

আদালতের রায়ের কপি পেলেই সিটিসেলের তরঙ্গ খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ বিশ্ব ডাক দিবস উপলক্ষে ঢাকা জেনারেল ডাকঘর (জিপিও) তে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘আদালত যে রায় দিয়েছে সেই রায়ের কপি আমরা পাইনি। রায়ের কপি হাতে পেলেই সিটিসেলের তরঙ্গ খুলে দেয়া হবে।’

এর আগে আজ সকালে সিটিসেলকে এখনো কেন তরঙ্গ বরাদ্ধ দেয়া হয়নি তা বিটিআরসির কাছে জানতে চেয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে রবিবার সাড়ে ১১টার মধ্যে এ বিষয়ে বিটিআরসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চে এই ব্যাখ্যা চাওয়া হয় বিটিআরসির কাছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলিরুজ্জামান। সিটিসেলের পক্ষে ছিলেন এ এম আমিনুদ্দিন।
দিলিরুজ্জামান বলেন, সিটিসেলের আইনজীবী তরঙ্গ না খোলার বিষয়টি নজরে আনলে আদালত সময় ঠিক করে দিয়ে বিটিআরসিকে ব‌্যাখ‌্যা দিতে বলেন।



মন্তব্য চালু নেই