রায়ে সরকার ও জনগণ সন্তুষ্ট : আইনমন্ত্রী

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহালের রায়ে সরকার ও বাংলাদেশের জনগণ সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ-১ মঙ্গলবার সকালে এ রায় বহাল রাখেন।

সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, ‘বারবার যদ্ধাপরাধীদের বিচারের রায় হচ্ছে, আর আমরা সন্তোষ প্রকাশ করছি। এ রায়ে সরকার ও জনগণ সন্তুষ্ট বলে আমি মনে করি। আমরা আশা করি আইনী প্রক্রিয়ার সমা্প্তির মাধ্যমে এ রায় আমরা কার্যকর করতে পারব ইনশাআল্লাহ।’

রায় বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আইনানুযায়ী আসামিপক্ষ ১৫ দিনের মধ্যে রিভিউ না করলে আমরা রায় কার্যকরে পদক্ষেপ নেব। রিভিউ করলে তাহলে শুনানী শেষে যে রায় হবে সে অনুযায়ী ব্যবস্থা নেব।’



মন্তব্য চালু নেই