রায় কার্যকরে রাষ্ট্রের মর্যাদা বাড়ছে : আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের ঘটনাকে যুগান্তকারী উল্লেখ করে আইমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘নিজামীর মৃত্যুদণ্ডের মধ্যদিয়ে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মর্যাদা বাড়ছে।’

মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে জামায়াতের সর্বোচ্চ নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় গোটা জাতিকে বিশেষ স্বস্তি দিয়েছে। মন্ত্রী বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে যাদের হাতে শত শত মানুষের খুনের রক্ত ছিল, আজ তাদের বিচার হলো। এটি জাতির জন্য গর্বের, অহংকারের।’

তিনি আরো বলেন, ‘এই বিচার নিয়ে শুরু থেকেই ষড়যন্ত্র ছিল। আজও আছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে যে ওয়াদা করেছিলেন, তা আজ বাস্তবায়নের পথে। এর জন্য সরকারকে নানামুখি চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। কিন্তু বিচারহীনতার সংস্কৃতি দূর করতে এই চ্যালেঞ্জ গ্রহণে আনন্দও আছে।’



মন্তব্য চালু নেই