রায় শুনে যা বললেন মায়া…

আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে দাবি করেছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার দুর্নীতি মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ ‘উত্থাপিত হয়নি’ মর্মে আবেদন খারিজ করে আদেশ দেন। এতে করে মন্ত্রী মায়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ বহাল থাকল।

এ বিষয়ে রোববার সচিবালয়ে মন্ত্রীর দফতরে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এখনো এ বিষয়ে খবর পাইনি। আপনাদের কাছ থেকেই শুনলাম। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন অনুসারেই পরবর্তী পদক্ষেপ নেব।’



মন্তব্য চালু নেই